দারুণ এক প্রতিকূল পরিস্থিতিতে সেঞ্চুরি করলেন জাতীয় দলের এবং বর্তমানে বাংলাদেশ ‘এ’ দলের সাব্বির রহমান। ব্যাঙ্গালোরে ভারত ‘এ’ দলের বিপক্ষে তিনদিনের ম্যাচের প্রথম দিনে সেঞ্চুরি করলেন এই টি২০ স্পেসিয়ালিস্ট। শেষ খবর পাওয়া পর্যন্ত টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ ‘এ’ দলের প্রথম ইনিংসে সংগ্রহ ৯ উইকেটে ২২৮। ১২২ রানে অপরাজিত সাব্বির।
এদিন ৬ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’। পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সাব্বির। নাসির হোসেন ৩২ রান করে ফিরে যান। ৫০ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা। এরপর সাব্বির ও শুভাগত হোম হাল ধরেন। ষষ্ঠ উইকেটে ১৩২ রানের জুটি গড়েন তারা। শুভাগত ৬২ রান করে আউট হন। কিন্তু একপ্রান্ত ধরে রাখেন সাব্বির। ১১৫ বলে সেঞ্চুরি করেন তিনি। লিস্ট ‘এ’ ক্রিকেটে এটা তার দ্বিতীয় সেঞ্চুরি। তার ১২২ রানের ইনিংসে ২৩টি চার ও ১টি ছক্কা।