বেশ করেছি প্রেম করেছি ২০১৫ সালের একটি রোমান্টিক-অ্যাকশন ঘরানার ভারতীয় বাংলা চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন রাজা চন্দ এবং প্রযোজনা করেছেন যৌথভাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন জিৎ, কোয়েল মল্লিক সহ আরো অনেকে।[১][২] ছবির সঙ্গীতায়োজনে আছেন জিৎ গাঙ্গুলী বাদ পড়েন বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।[৩] ১৭ই জুলাই, ২০১৫ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।
DownLoad NOW
শ্রেষ্ঠাংশে
- আদিত্য চরিত্রে জিৎ
- রাই চরিত্রে কোয়েল মল্লিক
- গুরু ঘাতক চরিত্রে আরিয়ান ভৌমিক
- অভিজিৎ সাওয়ান্ত
- কাজল চরিত্রে কোয়েনা মিত্র
- খরাজ মুখোপাধ্যায়
- শঙ্কর চক্রবর্তী
- আশীষ বিদ্যার্থী
সঙ্গীত
নং | শিরোনাম | গানের কথা | সুর | কণ্ঠশিল্পী | সময় | |
---|---|---|---|---|---|---|
১. | “বেশ করেছি প্রেম করেছি[৫]“ | রাজা চন্দ | জিৎ গাঙ্গুলী | শান, আকৃতি কক্কর | ৪:০৯ | |
২. | “তোর এক কথায়” | প্রসেন | জিৎ গাঙ্গুলী | অরিজিৎ সিং | ৪:৩২ | |
৩. | “ঐ মায়াবি চোখ” | রাজা চন্দ, দেব ও শুভশ্রী গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী | জিৎ গাঙ্গুলী , শ্রেয়া ঘোষাল | ৪:২৩ |
সোর্সঃ https://bn.wikipedia.org/wiki/