ভারতের কলকাতার অঙ্কুশ ও বাংলাদেশের নুসরাত ফারিয়া এই প্রথম জুটি বেঁধে অভিনয় করছেন ’আশিকি’ ছবিতে। জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজ প্রযোজিত বিগ বাজেটের অন্যতম ছবিটির টিজার এখন অনলাইনে প্রকাশ করা হয়েছে গতকাল। গতকাল থেকে জাজ ও এসকে’র নিজস্ব ইউটিউব চ্যানেলে টিজারটি সবার জন্য উন্মুক্ত করা হয়েছে।
টিজার প্রকাশের পরপরই এসকের চ্যানেলের চেয়ে জাজের চ্যানেলে বেশি সাড়া মিলেছে।
‘আশিকি’ আগামী ঈদুল আজহায় মুক্তির টার্গেট করা হয়েছে। কলকাতায় মুক্তি পাবে পূজা উপলক্ষে। অশোক পাতি ও আব্দুল আজিজের নাম থাকছে ছবিটি পরিচালক হিসেবে। এই জুটি এর আগে ‘রোমিও ভার্সেস জুলিয়েট’ ছবিটি পরিচালনা করেছেন।
‘আশিকি’র শুটিং হয়েছে স্কটল্যান্ডে। ছবির মিউজিক করেছেন স্যাভি। আশাকরি এই মুভিটি দর্শকদের অনেক বেশী ভালো লাগবে। এরই মধ্যে মুভিটির টিজার ভিডিওটি ১৮,০০০ এর বেশী ভিউ হয়েছে।
https://www.youtube.com/watch?v=gSwjAO_LQ7Q