আন্তর্জাতিক বিশ্বে তথ্যপ্রযুক্তির অগ্রযাত্রায় বর্তমানে এর কাজের ক্ষেত্র এখন বিশ্বব্যাপী। আর সেজন্য ঘরে বসেই অনেকেই কম্পিউটারের মাউস ও কিবোর্ড ব্যবহার করার মধ্যমে বৈদেশিক মুদ্রা আয় করে হচ্ছেন স্বাবলম্বী। আর অনলাইনে আয়ের অন্যতম এমনই একটি মাধ্যম হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন হলো মূলত যেকোন সার্চ ইঞ্জিনকে দিয়ে অনলাইনে এক প্রকার মার্কেটিং (Marketing) করা। এক কথায় সার্চ ইঞ্জিনে যেকোনো ওয়েবসাইটকে প্রথম অবস্থানে আনার জন্য যে প্রসেস করা হয়ে থাকে আর তাকেই আমরা মূলত এসইও বলে থাকি। বিশেষ করে নতুন কোনো ওয়েবসাইটে ন্যাসারাল ভিজিটর নিয়ে আসা বিষয়টি নিয়েও কাজ করা হয়।
এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে কাজ করার জন্য আপনাকে প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্যোসাল বুকমার্কিং সম্পর্কে পরিপূর্ণ একটা ধারনা রাখতেই হবে। গত ২০১৪ সালের সবচেয়ে আলোচিত ও সেরা ১০ সোশ্যাল বুকমার্কিং সাইটের বিষয়ে আপনাদেরকে জানাতেই এই প্রচেষ্টা।
আপনার ওয়েবসাইটের ভিজিটর বাড়ানোর জন্য পেইজ র্যাংাক বৃদ্ধি করার ক্ষেত্রে স্যোসাল বুকমার্কিং করার তুলনা নেই বলতে পারেন। বিভিন্ন ওয়েবসাইট থাকলেও আপনি যদি একটা ভালো ও মানসম্মত ওয়েবসাইটে সোশ্যাল বুকমার্কিং না করেন তাহলে মনে রাখবেন, আপনি আপনার সাইটের জন্য ভালো ভিজিটর পাবেন না নিশ্চিত ।
আর সেকারণেই আজ বিশ্বজুড়ে ওয়েবসাইটকে মানুষের কাছে পরিচিতি বাড়াতে এবং ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসতে সোশ্যাল বুকমার্কিং নিয়ে কাজ করেন অনেক এসইও করা অভিজ্ঞ ব্যক্তিরা। ফ্রিল্যান্সারদের মধ্য বিশেষ একটি অংশও এই সোশ্যাল বুকমার্কিং এর সাথে যুক্ত।
সোশ্যাল বুকমার্কিং করার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন রকম। সোশ্যাল বুকমার্ক করার জন্য আপনাকে সবার কাগে টাইটেল ট্যাগ, টাইটেল অনুযায়ী কিওয়ার্ড এবং বর্ণনা দেওয়ার আগে বিশেষ নজর দিতে হয়।
এই ২০১৫ সালেই সবচেয়ে নির্ভরযোগ্য সোশ্যাল বুকমার্কিংয়ের জন্য নিচের ওয়েবসাইটগুলো সেরা বলে বিশ্বে চিহ্নিত করা হয়েছে।
• www.digg.com
• www.reddit.com
• www.delicious.com
• www.google.com/bookmarks
• www.stumbleupon.com
• www.fark.com
• www.faves.com
• www.diigo.com
• www.icerocket.com
• www.propeller.com