আপনি কি নিয়মিত আপনার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনকে বাড়িতে বা অফিসে হারিয়ে ফেলেন? আর ফোনটিকে খুঁজতে গিয়ে পাগল হওয়ার মতো অবস্থা হয়ে যায়, আর এর জন্য আপনার প্রচু্র সময় নষ্টও হয়, তাহলে এই ফ্রি অ্যাপটি আপনার জন্য।
বর্তমান সময়ে মোবাইল আমাদের একটি অতি প্রয়োজনীয় গেজেট। কিন্তু অনেক সময় এটি তাড়াহুড়োর সময় খুঁজে পাওয়া যায়না। ভাইব্রেসনে না থাকলে অন্য মোবাইল থেকে কল দিয়ে পাওয়া যায়, কিন্তু ফোনটি ভাইব্রেসনে থাকলে, তখন কি যে অবস্থা !
আজকে আমি যে দারুণ অ্যাপটির কথা আপনাদের জানাবো তা দিয়ে খুব সহজেই যে কোন জায়গা থেকে আপনার প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইলটি খুঁজে নিতে পারবেন। শুধু দুই বার হাত তালি দিবেন তারপর আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে রুমের ভিতর, বালিশের নিচ থেকে, ড্রয়ার ভেতর থেকে, অথবা ব্যাগের ভিতর থেকে খুঁজে বের করুন।
অ্যাপটির বর্ণনাঃ
এই অ্যাপটি যখন আপনার মোবাইলে ইন্সটল করবেন, তখন বিভিন্ন ধরনের ফিচার পাবেন। যেমন
১। রিংটোন দেয়া / ভাইব্রেশন / ফ্ল্যাশ মুড
২। ইচ্ছা মতো রিংটোন ব্যাবহার এবং ভলিউম বাড়ানো বা কমানো।
৩। ব্যাটারি কম খরচ হয়।
৪।উইডজেট এর ব্যাবহার সহজ।
আরও অনেক ফিচার।
এই অ্যাপটি আপনার অ্যান্ড্রয়েড মোবাইল এ ইন্সটল করে একটিভ করুন। এরপর যখন ফোনটি খুঁজে পাবেন না তখন শুধু দুইবার হাত তালি দিবেন আপনার মোবাইলের উদ্দেশে,আপনার ফোন থেকে রিং হবে যা দিয়ে আপনি আপনার প্রিয় মোবাইলকে খুঁজে পাবেন। মজার এই অ্যাপটি এখান থেকে ডাউনলোড করতে পারবেন।
https://play.google.com/store/apps/details?id=com.clapphonefinder&hl=en
এটি ব্যাবহার করুন আর টেনশন মুক্ত থাকুন মোবাইল খোঁজা থেকে বিরত থাকুন।