আবার ফিরবো আমি
নীলাভ আকাশের বেগুনী মৃত্যুতে
ব্যস্ততাহীন ব্যস্ত মানুষের মায়াবী জাগরণে;
ফিরবো আমি আবার
বেঁচে থাকার সুধাময় সাধ
ফুরাবে তোমার যেদিন-
পৃথিবী আমার অগোছালো সম্ভার
শুকতারার কাছে বারেবারে প্রত্যাবর্তনের আহ্বান
আবার ফিরবো সেদিন
ধূসর নীলচে মেঘের আড়ালে
বর্ণহীন তুমি যেদিন!
কিছু পিছুটান কিছু আবছা কুয়াশা
বারেবারে চেয়েছি মৃত্যু তমশা ’
ভুলে যাবো কেমন ছিলাম আমি সেদিন
ফিরবো আমি যেদিন;
সন্ধ্যাহারা-রাত্রিহারা আলোকময় কুয়াশা
সব-অধরা-ভালবাসা-ঘৃণা মিশে একাকার
চোখের তারাদের আলো ম্রিয়মাণ
বেদনারা জেগে যাবে শিহরণে সেদিন
সূর্যহারা ভোরের আলোয়-
ফিরবো আমি যেদিন।