প্রিয় বন্ধুরা আমি অনুপ আজ আপনাদেরকে নোকিয়া মোবাইল ফোনের কিছু গুরুত্বপূর্ণ গোপন কোড সম্পর্কে জানাবো । যা আমাদের জন্য অনেক বেশি প্রয়োজন এবং তা আমাদের ফোন সম্পর্কে ধারনা পেতে অনেক বেশি উপকার করবে, তাহলে দেখে নিন নিচে নোকিয়া মোবাইল ফোনের কোন কোডের কি কাজঃ
*#06# IMEI (International Mobile Equipment Identity) মোবাইল ফোনের নাম্বার চেক করার জন্য ।
*#7780# পুণরায় ফ্যাক্টরী সেটিংস করতে ।
*#67705646# এলসিডি ডিসপ্লে রিসেট করতে (operator logo).
*#0000# আপনার মোবাইল ফোনটির সফটওয়ার ভার্সন চেক করতে ।
*#2820# Bluetooth ডিভাইস এর ঠিকানা শো করার ক্ষেত্রে ।
*#746025625# সিম লক স্ট্যাটাস জানতে ।
*#62209526# – WLAN adapter এর ম্যাক এড্রেস শো । এটি একমাত্র WLAN সাপোটের্ড সেটের জন্য ।
#pw+1234567890+1# সিমের সীমাবদ্ধতা দেখার জন্য ।
*#92702689# – এ কোডের সাহায্যে ডিভাইসের লোকানো তথ্য জানা যাবে । যেমন-
১.ফোনের ডিসপ্লের সিরিয়াল নাম্বার।
২. ফোনটি তৈরি করার যাবতীয় বিবরণী।
৩. ফোনটি কবে ক্রয় করা হয়েছে জানা যাবে।
৪. ফোনটি কবে শেষ Repair করা হয়েছে।
৫. ফোনটির লাইফ টাইম সম্পর্কে জানতে পারবেন।