টেলিটকের দামাকা অফারঃ মাত্র ৫ টাকায় ১০০ এসএমএস গ্রহণ করুন ৫ দিনের জন্য। শুধুমাত্র টেলিটক টু টেলিটক নম্বরে।
ব্যবহার করতে ডায়াল করুনঃ
*প্রি-পেইড গ্রাহকরা অফারটি পেতে টাইপ করুন BS এবং পাঠিয়ে দিন 111 নাম্বারে।
*পোস্ট-পেইড গ্রাহকরা অফারটি পেতে টাইপ করুন SB এবং পাঠিয়ে দিন 111 নাম্বারে।
*অবশিষ্ট এসএমএস এর পরিমাণ জানতে ডায়াল করুন *১৫২#
সূত্রঃ প্রিয় গ্রাহক,
মাত্র ৫ টাকায় ১০০টি SMS !!!!
আপনার জন্য টেলিটক নিয়ে এলো আকর্ষনীয় SMS বান্ডল প্যাক, মাত্র ৫ টাকায় ১০০টি SMS!! যেকোন প্রি-পেইড কিংবা পোস্ট-পেইড গ্রাহক প্যাকটি ক্রয় করতে পারবেন। এস এম এস বান্ডল প্যাকটি পেতে প্রি-পেইড গ্রাহকরা BS এবং পোস্ট-পেইড গ্রাহকরা SB লিখে পাঠিয়ে দিন 111 নম্বরে। ১৫% ভ্যাট প্রযোজ্য। ব্যবহারের মেয়াদ ৫দিন। ক্রয়কৃত SMS যেকোন টেলিটক নাম্বারে ব্যবহার করা যাবে। SMS-এর ব্যালেন্স জানতে *152# ডায়াল করুন। অন্যান্য তথ্যাদি কিংবা অফার জানতে ভিজিট করুন www.teletalk.com.bd । একমাত্র দেশীয় মোবাইল অপারেটর টেলিটক-এর সাথেই থাকুন আর আপনার কষ্টার্জিত টাকা দেশেই রাখুন।
টেলিটক – আমাদের ফোন।