“Branoo E-Commerce Writing Competition”
ব্র্যানো ডট কম বর্তমান সময়ের টপ ই-কমার্স সাইট গুলোর মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটি অনেকদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ব্র্যান্ডের পণ্য বাজারজাত করে আসছে। গ্রাহকদের কাছে সুলভ মূল্যে সঠিক এবং গুণগত মানসম্পন্ন পন্য পৌঁছে দেয়াই ব্র্যানো ডট কমের একমাত্র লক্ষ্য।
ই-কমার্স সম্পর্কে এটা আমার প্রথম টিউন। ধারাবাহিকভাবে ই-কমার্স সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের কাছে টিউন আকারে নিয়ে আসবো। ই-কমার্সের বেসিক ধারনা থেকে শুরু করে, এই ব্যবসার বিভিন্ন দিক গুলো সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করবো। তাই আশা করি আমার টিউন গুলো নিয়মিত পড়ার মাধমে ই-কমার্স বা ই-কমার্স ব্যবস্যা সম্পর্কে সুস্পষ্ট ধারনা লাভ করতে পারবেন। তাহলে চলুন ই-কমার্সের বেসিক ধারনা নেয়া থেকে শুরু করে, ই-কমার্স ওয়ার্ল্ডে আজ থেকে বিচরন শুরু করি।
ই-কমার্স কি?
ই-কমার্স বা ইলেকট্রনিক কমার্স বা ই-কমার্স ব্যবস্যা হচ্ছে এমন একটি বাণিজ্যিক ক্ষেত্র, যেখানে ইলেকট্রনিক ভাবে অর্থাৎ কোন কম্পিউটার এবং ইনটারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের পন্য ক্রয় করা যায় বা বিক্রয় করা যায়। সাধারণত ই-কমার্সের মাধ্যমে বিশ্ব ব্যাপী ব্যবস্যা পরিচালনা করা যায়। তাই বর্তমান আধুনিক সময়ে ই-কমার্স পন্য ক্রয় বা বিক্রয়ের জন্য অত্যান্ত জনপ্রিয় একটি ক্ষেত্র।
ই-কমার্সের সুবিধা সমূহ
গ্রাহকদের ক্ষেত্রে
১. ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় পন্য অর্ডার করা যায়।
২. অনলাইনের মাধ্যমেই মূল্য পরিশোধের সুযোগ পাওয়া যায়।
৩. মূল্য পরিশোধের জন্য ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ডসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং ব্যবহার করা যায়।
৪. পন্যের দ্রুত ডেলিভারি পাওয়া যায়।
৫. পন্য হাতে পেয়েও মূল্য পরিশোধেরও সুযোগ রয়েছে।
৬. পন্য ক্রয়ের ক্ষেত্রে পরিশ্রম কম হয় এবং প্রচুর সময় বাঁচানো যায়।
ব্যবসায়িক ক্ষেত্রে
১. অনলাইনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করা যায়।
২. অনলাইনের মাধ্যমেই মার্কেটিং করার ব্যবস্থা রয়েছে।
৩. সহজেই গ্রাহকদের কাছে পন্য সেবা পৌঁছানো যায়।
৪. বড় ধরনের কোন অফিসের প্রয়োজন হয় না।
৫. অনেক কর্মকর্তা রাখার প্রয়োজন হয় না।
৬. ব্যবস্যা পরিচালনা করা সহজ এবং লভ্যাংশের পরিমান বেশি।
আজকের মত এই পর্যন্তই। পরবর্তী টিউনে ই-কমার্স সম্পৃক্ত আরও আলোচনা নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সোর্সটিউনের সাথে থাকুন। আর হ্যাঁ টিউন কেমন হয়েছে জানাতে ভুলবেন না, আপনাদের উৎসাহই আরও ভালো টিউন উপহার দেয়ার অনুপ্রেরণা যোগাবে। ফেসবুকে আমি।