এ সময়ের সবচেয়ে জনপ্রিয় পেশা বলতে পারেন ফ্রিল্যান্স আউটসোর্সিং। আর এই পেশায় আপনাকে সাফল্য পেতে হলে আপনার ক্লায়েন্টের সাথে গড়তে হবে ভালো একটা সম্পর্ক, তেমনিভাবে সব বিষয়েই যে একেবারেই খোলাখুলিভাবে বলতে হবে এমনটিও নয়।
ফ্রিল্যান্সিংয়ের করার ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনার ক্লায়েন্টকে বলা মোটেও উচিত নয়। তাই আপনাদের সুবিধার্থে এখানে তেমনই কিছু ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় অনেক বক্তব্য খুব সু-স্পষ্টভাবে উল্লেখ করা হচ্ছে।
• যা বলবেন সবকিছু করতে পারবো।
• ঠিক আছে, আমার সর্বনিম্ন বাজেট হচ্ছে‘এক্সএক্সএক্স’ ডলার।
• কোন সমস্যা নাই, যেদিন ইচ্ছা আপনার সেদিন আপনি পেমেন্ট করতে পারবেন।
• হ্যাঁ, কোন সমস্যা হবে না আপনি বাড়তি চার্জ ছাড়াই এটিও এই প্রজেক্টে যুক্ত করতে পারেন।
• ওকে ডান, বেশি সময় লাগবে না, আর সেজন্য এটি কোন চার্জ ছাড়াই করে দেবো।
• সরি, আমি এই কাজটি করতে পারবো না; কে করতে পারবে সেটিও জানি না।
• এই ধরণের কাজে আরও একবার চরম ভোগান্তি পোহাতে হয়েছিল আমার।
• অবশ্যই আপনি যেকোনো সময় ফোন করতে পারেন।
• এই প্রজেক্টটি আমার অনেক বেশি প্রয়োজন।
• আমি অনেক এক্সপার্ট, আমাকে কিছু বলতে হবে না সব পারবো।
• এটি কোনভাবেই আমার দোষ নয়, আপনিই তো…
• যত দ্রুত চাচ্ছেন তত দ্রুত কাজ করে দিতে পারবো।
সর্বশেষ টিউন
- আপডেট 5 years আগে - ওজন কমাতে এই ১০ টিপস অবশ্যই মেনে চলুন -
- আপডেট 5 years আগে - এবার মেজাজ পরিবর্তনের হদিশ দেবে আপনার স্মার্ট ফোন -
- আপডেট 5 years আগে - এবার পাকিস্তানের ফিল্মে অভিনয় করবেন করিনা -
- আপডেট 5 years আগে - মানুষের সঙ্গে সম্পর্ক ভেঙে সম্পর্ক তৈরি হচ্ছে ফোনের সঙ্গে -
- আপডেট 5 years আগে - ফেসবুকের ইন্টারভিউতে জিজ্ঞাসা করা দশটি মজার প্রশ্ন -
Sponsored Tunes
-
সংগ্রহে রাখুন এসইও(SEO) শেখার সবচেয়ে বেশী Informative Web লিংক
-
ডেভেলপারদের জন্য ১৭টি ওয়ার্ডপ্রেস স্টার্টার থিম
-
সিপিএম (CPM) অনলাইন আয়ের অন্যতম একটি অংশ (প্রথম পর্ব)
-
রেস্পন্সিভ ওয়েব ডিজাইন এর জন্য ২৩টি প্রয়োজনীয় রিসোর্স
-
দেশের ফ্রিল্যান্স্যারদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে-জুনাইদ আহমেদ পলক
-
এগিয়ে যাচ্ছেন দেশি ফ্রিল্যান্সাররা, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের অর্থনীতি
-
ওয়ার্ডপ্রেস কি এবং কেন?
-
ফ্রিল্যান্সারদের চ্যালেঞ্জ এবং কিছু ব্যতিক্রমধর্মী মার্কেটপ্লেস
-
কন্টেন্ট রাইটিং কি পেশা হিসেবে নেয়া যাবে ? (নতুনদের জন্য কিছু কথা)